Header Ads



  • সর্বশেষঃ

    সাপ্তাহিক অনলাইন গাঙচিলকন্ঠ।বর্ষ ২০। সংখ্যা -১৩ । ০৪ সেপ্টেম্বর- ২০২০।শুক্রবার।




    ** কমেন্ট করে জিতে নিন সেরা কমেন্টকারীর গৌরব।পরবর্তী সংখ্যায় শ্রেষ্ঠ কমেন্টকারীর নাম প্রকাশ করা হবে।
    **** ****কমেন্ট করার নিয়মঃ**** 
    এ্যাপস ওপেন করে চলতি সংখ্যা পড়ুন মেনুতে গিয়ে সর্বপ্রথম লিংক তথা চলতি সপ্তাহের সংখ্যাটিতে ক্লিক করুন। পত্রিকাটি ওপেন হবে। পত্রিকা পড়ুন। তারপর নিচের দিকে দেখুন Post Comment নামে একটি অপসন রয়েছে। সেখানে ক্লিক করুন। ♦***Comment As এর ডানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে Name/url অপসনটি সিলেক্ট করুন। ♦ ****Name: এর ঘরে আপনার নাম কমা দিয়ে উপজেলা ও জেলার নাম লিখুন। ♦*** URL : এর ঘরে যে কোন একটি url লিখুন। যেমন- www.facebook.com বা www.google.com বা www.yourname.com বা www.gangchiltv24.blogspot.com বা www ডট আপনার নিজের নাম লিখে ডট কম লিখুন, বা www ডট আপনার জেলার নাম ডট কম লিখুন। অথবা # (হ্যাস) লিখুন। তবে # লিখলে অনেক সময় কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে উপরের যে কোন একটি লিখুন। ♦*** Continue বাটনে ক্লিক করুন। ♦ ***Enter Your Comment বক্সে আপনার মন্তব্য, মতামত, পরামর্শ, উপদেশ লিখুন। ♦*** এবার Publish বাটনে ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কমেন্ট করা হয়ে যাবে। কিন্তু আপনি দেখতে পাবেন না। যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার কমেন্ট টি এ্যাপ্রুভ করবেন, তখন সেটি সবাই দেখতে পাবেন।****ধন্যবাদ।****

    17 comments:

    1. আপনাদের কার্যক্রম আমার খুব ভাল লাগলো। পত্রিকায় কবিতা, গল্পের পাশাপাশি আইটি ও বিনোদনের ব্যবস্থা করলে ভাল হবে। প্রথম দিকে রবিউল সাহেব আইটি বিভাগে লিখতেন। কিন্তু তিনি এখন আইটি বিভাগ লিখছেন না কেন? তিনি কি এখন কাজ করেন না? যদি করেন তাহলে তাকে পুনরায় আইটি বিভাগে লেখার অনুরোধ করছি। বিশেষ করে এন্ড্রোয়েড, ফোসবুক, ইউটিউব নিয়ে। আপনাদের সকলের পথচলা শুভ হোক

      ReplyDelete
    2. আমি সপ্তম শ্রেনিতে পড়ি। আমি কয়েকটি কবিতা লিখেছি। এটা কি এখানে প্রকাশ করা যাবে? কিভাবে পাঠাতে হবে? সাথে কি কি পাঠাতে হবে? কোন টাকা লাগে কি না। প্লিজ জানাবেন।

      ReplyDelete
    3. নতুন সংখ্যা পেয়ে গেলাম। অসংখ্য ধন্যবাদ সবাইকে।

      ReplyDelete
    4. গাঙচিলকন্ঠে নিয়মিত লেখা পাঠাবো কি?

      ReplyDelete
      Replies
      1. হ্যাঁ।ধন্যবাদ।

        Delete
    5. আমি গাঙচিলকন্ঠের নিয়মিত পাঠিকা। আমার ভাল লাগে আমার বড় ভাইয়া রবিউল ইসলামের লেখা আইটি বিভাগ ও বিনোদন সংবাদ এবং রাবেয়া বশরী বর্না আপুর লেখা গল্প। বিভাগ গুলো নিয়মিত চালিয়ে যাওয়ার অনুরোধ রইলো। গাঙচিলকন্ঠ এ্যাপসটির সর্বশেষ ভার্সনটি দারুন হয়েছে। টপ নিউজ, ইউটিউব ভিডিও, ফেসবুক, গাঙচিল টিভি, mbtv24 যোগ করায় মান আরো বেড়েছে। সেই সাথে ফ্রিতে গ্রাহক হওয়ার সুযোগ দেওয়ায় গাঙচিল এর প্রাণ আখতার খান দাদু এবং গাঙচিলকন্ঠের প্রাণ আমার বড় ভাইয়া রবিউল কে অশেষ ধন্যবাদ।
      শুভ হোক গাঙচিলের পথ চলা। গাঙচিল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক। এই শুভ কামনা রইলো।

      ReplyDelete
      Replies
      1. ধন্যবাদ ও শুভকাম।

        Delete
    6. এই সংখ্যায় আইটি বিভাগ ও বিনোদন পর্ব নেই কেন? এই বিভাগ গুলো নিয়মিত করার অনুরোধ রইলো। ধন্যবাদ।

      ReplyDelete
    7. দারুন লাগে পত্রিকাটি।

      ReplyDelete
    8. সাতক্ষিরা থেকে বলছি, খুব ভাল লাগে পত্রিকাটি। সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই।

      ReplyDelete
      Replies
      1. ধন্যবাদ সাথে থাকুন।

        Delete
    9. Very Nice Magazine. I wish, It will be developed more and more

      ReplyDelete
    10. চমৎকার একটি পত্রিকা,
      আমার ভীষন ভালো লাগে।

      ReplyDelete
    11. চমৎকার একটি পত্রিকা,
      আমার ভীষন ভালো লাগে।

      ReplyDelete

    Post Top Ad

    Post Bottom Ad