সাপ্তাহিক অনলাইন গাঙচিলকন্ঠ।বর্ষ ২০। সংখ্যা -১৫ । ১৮ সেপ্টেম্বর-২০২০।শুক্রবার।
****কমেন্ট করার নিয়মঃ****
এ্যাপস ওপেন করে চলতি সংখ্যা পড়ুন মেনুতে গিয়ে সর্বপ্রথম লিংক তথা চলতি সপ্তাহের সংখ্যাটিতে ক্লিক করুন। পত্রিকাটি ওপেন হবে। পত্রিকা পড়ুন। তারপর নিচের দিকে দেখুন Post Comment নামে একটি অপসন রয়েছে। সেখানে ক্লিক করুন। ♦***Comment As এর ডানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে Name/url অপসনটি সিলেক্ট করুন। ♦ ****Name: এর ঘরে আপনার নাম কমা দিয়ে উপজেলা ও জেলার নাম লিখুন। ♦*** URL : এর ঘরে যে কোন একটি url লিখুন। যেমন- www.facebook.com বা www.google.com বা www.yourname.com বা www.gangchiltv24.blogspot.com বা www ডট আপনার নিজের নাম লিখে ডট কম লিখুন, বা www ডট আপনার জেলার নাম ডট কম লিখুন। অথবা # (হ্যাস) লিখুন। তবে # লিখলে অনেক সময় কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে উপরের যে কোন একটি লিখুন। ♦*** Continue বাটনে ক্লিক করুন। ♦ ***Enter Your Comment বক্সে আপনার মন্তব্য, মতামত, পরামর্শ, উপদেশ লিখুন। ♦*** এবার Publish বাটনে ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কমেন্ট করা হয়ে যাবে। কিন্তু আপনি দেখতে পাবেন না। যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার কমেন্ট টি এ্যাপ্রুভ করবেন, তখন সেটি সবাই দেখতে পাবেন।****ধন্যবাদ।****



গাঙচিল গ্রুপের লাইভ অনুুষ্ঠান দেখি। কারো কারো লাইভ অনুষ্ঠান খুব ভাল লাগে। তার মধ্যে ক্ষণিকের আড্ডা অন্যতম। অন্যদের থেকে আলাদা অনুষ্ঠান এটি। মাঝে মধ্যে দেখি একই সময়ে একাধিক লাইভ। তখন দর্শক হিসেবে আমরা দো টানায় পড়ে যায়। এমন টি না করার অনুরোধ করছি। ধন্যবাদ সবাই কে।
ReplyDeleteসুন্দর মন্তব্য।ধন্যবাদও শুভকামনা।
Deleteগাঙচিলকন্ঠের ১৫তম সংখ্যাটি দারুন হয়েছে। বিশেষ করে আমার প্রিয় পর্ব আইটি বিভাগ যুক্ত করায় রবিউল ভাইকে ধন্যবাদ। খুব পছন্দের বিভাগ এটি। আর সেই সাথে পছন্দের মানুষ রবিউল ভাই।
ReplyDeleteশুভকামনা রইল ।
Deleteআব্দুল্লাহ হক এর লেখা কবির সংসার গল্পটি খুব ভাল লেগেছে। অনেক ধন্যবাদ লেখক ও গাঙচিলকন্ঠকে।
ReplyDeleteরবিউল ভাইয়া কে আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার নাটক এবং গানের ভক্ত। প্রযুক্তি বিষয়ক আপনার ইউটিউব চ্যানেলের নাম কি ? জানালে কৃতাার্থ হবো।
ReplyDeleteগাঙচিল এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাক। আমরাই গাঙচিল।
ReplyDeleteসুন্দর মন্তব্য । ধন্যবাদ।
Deleteগাঙচিলকন্ঠের নিয়মিত পাঠক। রবিউল ভাইয়ের অক্লান্ত পরিশ্রমের ফসল গাঙচিলকন্ঠ। অনেক ধন্যবাদ তাকে।
ReplyDeleteধন্যবাদওশুভকামনা
Delete