সাপ্তাহিক অনলাইন গাঙচিলকন্ঠ।বর্ষ ২০।সংখ্যা ০৯। ৭ আগষ্ট ২০২০, শুক্রবার।
*** কমেন্ট করে জিতে নিন সেরা কমেন্টকারীর গৌরব।পরবর্তী সংখ্যায় শ্রেষ্ঠ কমেন্টকারীর নাম প্রকাশ করা হবে।
**** ****কমেন্ট করার নিয়মঃ**** এ্যাপস ওপেন করে চলতি সংখ্যা পড়ুন মেনুতে গিয়ে সর্বপ্রথম লিংক তথা চলতি সপ্তাহের সংখ্যাটিতে ক্লিক করুন। পত্রিকাটি ওপেন হবে। পত্রিকা পড়ুন। তারপর নিচের দিকে দেখুন Post Comment নামে একটি অপসন রয়েছে। সেখানে ক্লিক করুন। ♦***Comment As এর ডানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে Name/url অপসনটি সিলেক্ট করুন। ♦ ****Name: এর ঘরে আপনার নাম কমা দিয়ে উপজেলা ও জেলার নাম লিখুন। ♦*** URL : এর ঘরে যে কোন একটি url লিখুন। যেমন- www.facebook.com বা www.google.com বা www.yourname.com বা www.gangchiltv24.blogspot.com বা www ডট আপনার নিজের নাম লিখে ডট কম লিখুন, বা www ডট আপনার জেলার নাম ডট কম লিখুন। অথবা # (হ্যাস) লিখুন। তবে # লিখলে অনেক সময় কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে উপরের যে কোন একটি লিখুন। ♦*** Continue বাটনে ক্লিক করুন। ♦ ***Enter Your Comment বক্সে আপনার মন্তব্য, মতামত, পরামর্শ, উপদেশ লিখুন। ♦*** এবার Publish বাটনে ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কমেন্ট করা হয়ে যাবে। কিন্তু আপনি দেখতে পাবেন না। যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার কমেন্ট টি এ্যাপ্রুভ করবেন, তখন সেটি সবাই দেখতে পাবেন।****ধন্যবাদ।****



Best of luck.
ReplyDeletetnx
Deleteখুব ভাল লাগলো। আপনাদের এ্যাপসের মধ্যে সর্বশেষ বিশ্ব সংবাদ যুক্ত করলে ভাল হতো। তাহলে একের মধ্যে দুই পেতাম।
ReplyDeleteসুন্দর মন্তব্যের জন্যধন্যবাদ।বিষয়টি বিবেচনায় রাখলাম।
Deleteধন্যবাদ।সাথে থাকুন।
Deleteঅনেকগুলো ভালো ভালো লেখা পড়লাম । মন ভরে গেল ।
ReplyDeleteধন্যবাদ।সুন্দর মন্তব্যের জন্য।শুভকামনা।
DeleteThanks
ReplyDeletewellcom.
DeleteThanks
ReplyDeleteThanks
ReplyDeleteবাহ! দারুন।
ReplyDeleteআপনাদের কার্যক্রম আমার খুব ভাল লাগলো। পত্রিকায় কবিতা, গল্পের পাশাপাশি আইটি ও বিনোদনের ব্যবস্থা করলে ভাল হবে। প্রথম দিকে রবিউল সাহেব আইটি বিভাগে লিখতেন। কিন্তু তিনি এখন আইটি বিভাগ লিখছেন না কেন? তিনি কি এখন কাজ করেন না? যদি করেন তাহলে তাকে পুনরায় আইটি বিভাগে লেখার অনুরোধ করছি। বিশেষ করে এন্ড্রোয়েড, ফোসবুক, ইউটিউব নিয়ে। আপনাদের সকলের পথচলা শুভ হোক।
ReplyDeleteসুন্দর। রবিউল কে বলব।ধন্যবাদ।
Deleteআমি গাঙচিল এর সদস্য কিভাবে হবো?
ReplyDeleteঅনলাইন গ্রুপ(ফেসবুক)
Deleteগাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদে যোগ দিন।গাঙচিলে বিভিন্ন কার্যক্রমে যোগদানের সুযোগ রয়েছে
গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদে যোগ দিন।(অনলাইন)
DeleteI will be your member and write here. it possible?
ReplyDeleteOfcourse, it is possible to join the Gangchil Literature &culture council(onlin, FB)
Deleteবাহ! দারুন।
ReplyDeleteআমি সপ্তম শ্রেনিতে পড়ি। আমি কয়েকটি কবিতা লিখেছি। এটা কি এখানে প্রকাশ করা যাবে? কিভাবে পাঠাতে হবে? সাথে কি কি পাঠাতে হবে? কোন টাকা লাগে কি না। প্লিজ জানাবেন।
ReplyDeleteহ্যাঁ।পাঠানো যাবে।কোন টাকা লাগবেনা।ধন্যবা। শুভকামনা রইল।
Deleteআসসালামু আলাইকুম। আমি রবিউল স্যারের ছাত্র। স্যারের নাটকের ক্লাস খুব ভালো লাগে। আপনাকে খুব মিস করছি স্যার। গাঙচিলকন্ঠে আমাদের নাটক, কবিতা, জেন্ডার বিষয়ক লেখা দিলে উপকৃত হতাম। যথাযথ কর্তৃপক্ষ কে আমার আবেদনটি রবিউল স্যারকে জানানোর অনুরোধ করছি। আপনারা সবাই ভাল থাকুন।
ReplyDeleteআচ্ছা জানানো হবে।ধন্যবাদও শুভকাম।
Deleteঅনেক মজার একটা পত্রিকা। সাথে থাকবো।
ReplyDeleteবেশ ভাল লাগলো। আমি এর পাঠক হিসেবে যুক্ত হলাম।
ReplyDeleteঅনেক ধন্যবা।
Deleteস্বাগতম
ReplyDeleteধন্যবাদ
ReplyDeleteসুন্দর কমেন্টের জন্য সকল কে ধন্যবাদ😊😊
ReplyDeleteসাথে থাকুন।