পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে খান আখতার হোসেনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গাঙচিল প্রকাশনের উপহার আবৃত্তির এ্যালবাম “সুরে সুরে গাঙচিল”।
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে
খান আখতার হোসেনের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গাঙচিল প্রকাশন থেকে প্রকাশিত
হয়েছে কবিতা আবৃত্তির অডিও এ্যালবাম “সুরে সুরে গাঙচিল”।
গাঙচিল সূত্রে জানা যায়,
এ্যালবামটির নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধান করেছেন গাঙচিল এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয়
প্রধান সমন্বয়ক পুরষ্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রকার অধ্যক্ষ খান আখতার
হোসেন। কবিতা রচনা করেছেন-কবি শিউলী খান, রাবেয়া বশরী বর্না ও মোঃ রবিউল ইসলাম।আবৃত্তি
করেছেন- কবি শিউলী খান ও মোঃ রবিউল ইসলাম। প্রচ্ছদ, টাইটেল, সাউন্ড ও ভিডিও এডিটিং
এবং গ্রন্থনা, উপস্থাপনা ও পরিচালনা করেছেন মোঃ রবিউল ইসলাম। রেকর্ড ও কারিগরি সহযোগিতায়- IT House24 ও MBTV24, প্রযোজনা ও পরিবেশনায়ঃ গাঙচিল টিভি ও mbtv24
এ্যালবামটি শুনতে নিচের লিংকে ক্লিক করুন।
MBTV24.com
তারিখঃ ০৩/০৮/২০২০ইং।
******************************************
আমাদের পরবর্তী এ্যালবামে অংশ নিতে যোগাযোগ করুনঃ akotabd.350@gmail.com, www.facbook.com/mdrabiul24
আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুনঃ
গাঙচিল কর্তৃক প্রকাশিত সাপ্তাহিক অনলাইন গাঙচিলকন্ঠে প্রকাশের
জন্য আপনার লেখা পাঠান উপরের ইমেইলে।পত্রিকা পড়তে এই লিংক থেকে এ্যাপসটি ডাউনলোড করুন।
মোবাইল থেকে-
পিসি থেকে ডাউনলোড করতে চাইলে এই লিংকে ক্লিক করুন-
সর্বশেষ সংবাদ, তথ্য প্রযুক্তি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্য
ও বিনোদনের জন্য ভিজিট করুনঃ www.mbtv24.com
******************************************
আমরা জানা-অজানা সর্বশেষ সংবাদ, তথ্য প্রযুক্তি, আবিষ্কার, বিজ্ঞান, মহাকাশ, বিনোদন, নাটক, সর্ট ফিল্ম, টেলিফিল্ম, মিউজিক ভিডিও সহ শিক্ষা, সাহিত্য-সংস্কৃতি, বিনোদন, কৃষি বিষয়ক সহ বিভিন্ন অনুষ্ঠান নির্মাণ করি।সব সময় নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করুন এবং পাশের বেল বাটনে ক্লিক করে ঘন্টাটি বাজিয়ে রাখুন।
আমাদের চ্যানেল সাবসক্রাইব করুনঃ www.youtube.com/mbtv24
আমাদের ফেসবুক পেজে লাইক দিনঃ www.facebook.com/mbtv24
আমাদের টুইটার পেজে ফলো করুনঃ www.twitter.com/mbtv24
আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুনঃ www.mbtv24.com
ভিডিওটি দেখার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিও সে পর্যন্ত সবাই সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন আর আমাদের সাথেই থাকুন।
Thanks
Md. Rabiul Islam
CEO MB TV24
কয়েকটি জনপ্রিয় কবিতা আবৃত্তি শুনতে নিচের লিংকে
ক্লিক করুন।।
১.তোমাকে ভুলবো না।।রোমান্টিক বাংলা কবিতা।।মোঃ রবিউল ইসলাম।।
২.চলে যাবো একা।। বাংলা কবিতা।। মোঃ রবিউল ইসলাম।।
৩.বাংলা বিদ্রোহী কবিতা, ‘জাগো’।। মোঃ রবিউল ইসলাম।।
৪.তুমি চলে গেছো।।বিরহের কবিতা। মোঃ রবিউল ইসলাম।।
৫.''কেমন আছো বন্ধ?” বাংলা রোমান্টিক কবিতা ।।
৬. বাংলার গানঃ https://www.youtube.com/watch?v=_NP03gOxx1I
৭. ক্ষনিকের আড্ডা। বিশিষ্ট লেখক,
নাট্যকার, অভিনেতা ও পরিচালক জনাব মোঃ শাহাবুদ্দিনের বদিরের সাক্ষাতকার। ৮. https://www.youtube.com/watch?v=le-99wwby2Y
৯. ঈদ আনন্দ। বিনোদনমূলক ম্যাগাজিন
অনুষ্ঠান। https://www.youtube.com/watch?v=PaQnfdupicg
১০. আমার সোনার ময়না পাখি। আলম খান। https://www.youtube.com/watch?v=PyS_YW9LrU0
******************************************
*********************************************************************************
*** কমেন্ট করে জিতে নিন সেরা কমেন্টকারীর গৌরব।পরবর্তী সংখ্যায় শ্রেষ্ঠ কমেন্টকারীর নাম প্রকাশ করা হবে।**** ****কমেন্ট করার নিয়মঃ**** এ্যাপস ওপেন করে চলতি সংখ্যা পড়ুন মেনুতে গিয়ে সর্বপ্রথম লিংক তথা চলতি সপ্তাহের সংখ্যাটিতে ক্লিক করুন। পত্রিকাটি ওপেন হবে। পত্রিকা পড়ুন। তারপর নিচের দিকে দেখুন Post Comment নামে একটি অপসন রয়েছে। সেখানে ক্লিক করুন। ♦***Comment As এর ডানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে Name/url অপসনটি সিলেক্ট করুন। ♦ ****Name: এর ঘরে আপনার নাম কমা দিয়ে উপজেলা ও জেলার নাম লিখুন। ♦*** URL : এর ঘরে যে কোন একটি url লিখুন। যেমন- www.facebook.com বা www.google.com বা www.yourname.com বা www.gangchiltv24.blogspot.com বা www ডট আপনার নিজের নাম লিখে ডট কম লিখুন, বা www ডট আপনার জেলার নাম ডট কম লিখুন। অথবা # (হ্যাস) লিখুন। তবে # লিখলে অনেক সময় কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে উপরের যে কোন একটি লিখুন। ♦*** Continue বাটনে ক্লিক করুন। ♦ ***Enter Your Comment বক্সে আপনার মন্তব্য, মতামত, পরামর্শ, উপদেশ লিখুন। ♦*** এবার Publish বাটনে ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কমেন্ট করা হয়ে যাবে। কিন্তু আপনি দেখতে পাবেন না। যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার কমেন্ট টি এ্যাপ্রুভ করবেন, তখন সেটি সবাই দেখতে পাবেন।****ধন্যবাদ।****


No comments