কবিতা।। পিতামহের স্নেহ।।মনোয়ারা পারভীন।।
দাদা ছিলেন লাল টকটকে
দাদী দেখি নাই,
দাদা-দাদীর আদর স্নেহ
আমি নাহি পাই।
আমি যখন ছোট ছিলাম
তাইতো পেতাম ভয়,
দাদা আমায় কাছে নিয়ে
কতো গল্প কয়।
দাদা-দাদীর আদর পাইনি
কতদিন যে হয়,
তাদের শোকে হৃদয় আমার
পুড়ে হচ্ছে ক্ষয়।
জন্মের পরে দেখিনি তো
আমার দাদীর মুখ,
দাদা-দাদীর আদর স্নেহে
আছে কত সুখ।
দাদার কথা আজো আমার
মনে আছে বেশ,
পুকুরেতে পড়ে দাদা
হলো নিরুদ্দেশ।
পুকুর থেকে তুলেন তখন
বাবা,চাচা ভাই,
তুলে দেখেন দাদা প্রাণে
বেঁচে আর যে নাই।
দাদী দেখি নাই,
দাদা-দাদীর আদর স্নেহ
আমি নাহি পাই।
আমি যখন ছোট ছিলাম
তাইতো পেতাম ভয়,
দাদা আমায় কাছে নিয়ে
কতো গল্প কয়।
দাদা-দাদীর আদর পাইনি
কতদিন যে হয়,
তাদের শোকে হৃদয় আমার
পুড়ে হচ্ছে ক্ষয়।
জন্মের পরে দেখিনি তো
আমার দাদীর মুখ,
দাদা-দাদীর আদর স্নেহে
আছে কত সুখ।
দাদার কথা আজো আমার
মনে আছে বেশ,
পুকুরেতে পড়ে দাদা
হলো নিরুদ্দেশ।
পুকুর থেকে তুলেন তখন
বাবা,চাচা ভাই,
তুলে দেখেন দাদা প্রাণে
বেঁচে আর যে নাই।

দারুন লিখেছেন। ধন্যবাদ কবি সাহেব কে।
ReplyDeleteThanks
Deleteধন্যবাদ কবি সাহেবা।
ReplyDeleteWow
ReplyDelete