Header Ads

  • সর্বশেষঃ

    কবিতা।। বাতাসে পোড়া মাংশের গন্ধ ।। খান আখতার হোসেন

    শিমুল ফুলের মিস্টি গন্ধ ঘিরে মৌমাছির দল
    ফাগুনের মিস্টি ভাবনাগুলো হৃদয়ে তোলপাড়
    গ্রাম থেকে জনতার বাঁধভাঙ্গা জোয়ার এ নগরে
    জাতীয় শহীদ মিনারমুখী জনতার ফুলেল স্রোত
    কোকিলের মধুর কণ্ঠে ভালোবাসা প্রিয় সুরধ্বনি
    জেগে আছে জনতা প্রাণের জাগরণী জোয়ারে।

    ঢাকার বুক চিরে বসেছিলো আনন্দের বহ্নিৎসব
    ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাবাগান, মধুর কেন্টিন
    নাটমন্ডল, টিএসসি, গণগ্রন্থাগার, মিউজিয়ামে
    পরিবাগের সংস্কৃতি চর্চা কেন্দ্র, বিশ্ব সাহিত্য হল
    ন্যাশনাল ব্যাংক স্কুলে গাঙচিল সাহিত্য আসর
    নজরুল একাডেমিতে সৃজনশীল বিনোদন চর্চা
    সবখানে জেগেছিলো হৃদয়ের লালিত স্বপ্নকথা।

    তারই মাঝে পূবাকাশে কালো ধোঁয়ার কুন্ডলী
    পিঙ্গল মৌমাছির ডানায় ভর করে ভীমরুলেরা
    প্রজাপতির পাখনা ভেঙ্গে পড়ে অজানা শংকায়
    কাকের কর্কশ ধ্বনি গ্রাস করে ঢাকার গলিপথ
    তারই মাঝে ছুটে আসে অাগুনের কুন্ডলী শিখা
    লেলিহান দানবের এলোপাতাড়ী আক্রমণ যেন
    অসহায়দের বাঁচার জন্য আকুতি, সাহায়্য কামনা
    কে শোনে কার কথা? চলছে অগ্নিদানবের উল্লাস
    ঝরে যায় পুরাতন ঢাকার একঝাঁক তরতাজা প্রাণ।

    ২৩/২/১৯ ঢাকা

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad