সাপ্তাহিক অনলাইন গাঙচিলকন্ঠ।বর্ষ ২০। সংখ্যা -১২ । ২৮ আগষ্ট ২০২০।শুক্রবার।
*** কমেন্ট করে জিতে নিন সেরা কমেন্টকারীর গৌরব।পরবর্তী সংখ্যায় শ্রেষ্ঠ কমেন্টকারীর নাম প্রকাশ করা হবে।
**** ****কমেন্ট করার নিয়মঃ****
এ্যাপস ওপেন করে চলতি সংখ্যা পড়ুন মেনুতে গিয়ে সর্বপ্রথম লিংক তথা চলতি সপ্তাহের সংখ্যাটিতে ক্লিক করুন। পত্রিকাটি ওপেন হবে। পত্রিকা পড়ুন। তারপর নিচের দিকে দেখুন Post Comment নামে একটি অপসন রয়েছে। সেখানে ক্লিক করুন। ♦***Comment As এর ডানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে Name/url অপসনটি সিলেক্ট করুন। ♦ ****Name: এর ঘরে আপনার নাম কমা দিয়ে উপজেলা ও জেলার নাম লিখুন। ♦*** URL : এর ঘরে যে কোন একটি url লিখুন। যেমন- www.facebook.com বা www.google.com বা www.yourname.com বা www.gangchiltv24.blogspot.com বা www ডট আপনার নিজের নাম লিখে ডট কম লিখুন, বা www ডট আপনার জেলার নাম ডট কম লিখুন। অথবা # (হ্যাস) লিখুন। তবে # লিখলে অনেক সময় কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে উপরের যে কোন একটি লিখুন। ♦*** Continue বাটনে ক্লিক করুন। ♦ ***Enter Your Comment বক্সে আপনার মন্তব্য, মতামত, পরামর্শ, উপদেশ লিখুন। ♦*** এবার Publish বাটনে ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কমেন্ট করা হয়ে যাবে। কিন্তু আপনি দেখতে পাবেন না। যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার কমেন্ট টি এ্যাপ্রুভ করবেন, তখন সেটি সবাই দেখতে পাবেন।
****ধন্যবাদ।****



গাঙচিলকন্ঠকে অনেক ধন্যবাদ, অনেক দিন পরে একটু ব্যতিক্রমধর্মী পত্রিকা উপহার দেওয়ার জন্য। এতো দিন শুধু এক বিষযেই ছিল সব কবিতা। কিন্তু এই সংখ্যায় একটু ভিন্নতা রয়েছে। অন্যদিকে আমার প্রিয় বিভাগ গল্প এবং আইটি বিভাগও যুক্ত করা হয়েছে। গল্পকার ও রবিউল ভাই কে ধন্যবাদ। আমার একটা প্রশ্ন হলো, যে রবিউল ঐ নেটওয়ার্ক সমস্যার সমাধান আবিষ্কার করেছেন তিনি কি এই পত্রিকার নির্বাহী সম্পাদক রবিউল ? নাকি অন্য রবিউল ?
ReplyDeleteগাঙচিলকন্ঠকে অনেক ধন্যবাদ, অনেক দিন পরে একটু ব্যতিক্রমধর্মী পত্রিকা উপহার দেওয়ার জন্য। এতো দিন শুধু এক বিষযেই ছিল সব কবিতা। কিন্তু এই সংখ্যায় একটু ভিন্নতা রয়েছে। অন্যদিকে আমার প্রিয় বিভাগ গল্প এবং আইটি বিভাগও যুক্ত করা হয়েছে। গল্পকার ও রবিউল ভাই কে ধন্যবাদ।
ReplyDeleteগাঙচিলকন্ঠকে অনেক ধন্যবাদ, অনেক দিন পরে একটু ব্যতিক্রমধর্মী পত্রিকা উপহার দেওয়ার জন্য।
ReplyDeleteগাঙচিলকন্ঠের এ সংখ্যায় আইটি বিভাগ থাকায় এর লেখক রবিউল ভাই কে ধন্যবাদ।
ReplyDeletemany many thanks. specially Rabiul vi. Because write it section. Thanks a lot.
ReplyDeleteগাঙচিলকন্ঠের প্রাণ হল রবিউল ভাই।
ReplyDeletembtv24 এর বিভিন্ন অনুষ্ঠানে রবিউল স্যারের সাথে কাজ করছি। আসলেই তিনি বহুমুখী প্রতিভার অধিকারী।
ReplyDeleteসবাই দেখছি রবিউল ভাইর প্রশংসা করেন। আমার খুব ভাল লাগছে, কারন আমি তার ছোট বোন। সত্যিই আমার বড় ভাই সব দিক দিয়ে ভাল। সারা দিন তাকে কম্পিউটার নিয়ে পড়ে থাকতে দেখি। আর বলে গাঙচিল, সাহিত্য, পত্রিকা, কখনো সফটওয়্যার তৈরি নিয়ে ব্যস্ত। ঠিক মতো খায়ও না। শুধু এসব কাজেই ব্যস্ত থাকে। বুঝতে পারলাম, তার কাজের প্রতি এতো প্রেমের কারন। দর্শক বা পাঠক তাকে ভালোবাসেন। তাই তিনিও আন্তরিকভাবে কাজ করেন। সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন।
ReplyDeletebest of luck.
ReplyDeleteআমি কাতার থেকে বলছি। আপনারা যে রবিউল এর কথা বলছেন তার বাল্য বন্ধু ও সহপাঠী। প্রাইমারি থেকে কলেজ সকল স্যার এবং বন্ধুদের প্রিয় ছিল সে। স্যার ও আমরা তাকে কবি বলে ডাকি। এখনো। ও সব প্রতিযোগিতা ও ক্লাসে সব সময় প্রথমদিকে ছিল। কোন দিন তাকে কোন স্যারের কাছে মাইর খেতে দেখিনি। খুবই নম্র ভদ্র ছেলে। আমরা হোস্টেলে থাকাকালীন ২৪ ঘন্টা এক সাথে থেকেছি। ওর কোন খারাপ দিক পাইনি। এমনকি সারা দিন বই, আর গল্প কবিতা নাটক লেখা নিয়ে পড়ে থাকতো। কোন দিন মাঠে খেলতেও আসেনি। খুব প্রিয় বন্ধু আমার। অনেক মিস করি বন্ধু তোকে। ভাল থাকিস।
ReplyDelete