Header Ads



  • সর্বশেষঃ

    Gmail Account ছাড়াই কিভাবে ব্লগস্পটের যে কোন পোস্টে কমেন্ট করবেন, দেখুন ।


    কমেন্ট করে জিতে নিন সেরা কমেন্টকারীর গৌরব। পরবর্তী সংখ্যায় শ্রেষ্ঠ কমেন্টকারীর নাম প্রকাশ করা হবে।

    ♦কমেন্ট করার নিয়মঃ♦
    এ্যাপস ওপেন করে চলতি সংখ্যা পড়ুন মেনুতে গিয়ে সর্বপ্রথম লিংক তথা চলতি সপ্তাহের সংখ্যাটিতে ক্লিক করুন। পত্রিকাটি ওপেন হবে। পত্রিকা পড়ুন। তারপর নিচের দিকে দেখুন Post Comment নামে একটি অপসন রয়েছে। সেখানে ক্লিক করুন।
    ♦ Comment As এর ডানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে Name/url অপসনটি সিলেক্ট করুন।
    ♦ Name: এর ঘরে আপনার নাম কমা দিয়ে উপজেলা ও জেলার নাম লিখুন।
    ♦ URL : এর ঘরে যে কোন একটি url লিখুন। যেমন- www.facebook.com বা www.google.com  বা www.yourname.com বা www.gangchiltv24.blogspot.com বা www ডট আপনার নিজের নাম লিখে ডট কম লিখুন। বা www ডট আপনার জেলার নাম ডট কম লিখুন। অথবা  # (হ্যাস) লিখুন। তবে # লিখলে অনেক সময় কাজ নাও করতে পারে। সেক্ষেত্রে উপরের যে কোন একটি লিখুন।
    Continue বাটনে ক্লিক করুন।
    ♦  Enter Your Comment বক্সে আপনার মন্তব্য, মতামত, পরামর্শ, উপদেশ লিখুন।
    ♦ এবার Publish বাটনে ক্লিক করুন। তাহলে কয়েক সেকেন্ডের মধ্যে কমেন্ট করা হয়ে যাবে। কিন্তু আপনি দেখতে পাবেন না। যখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আপনার কমেন্ট টি এ্যাপ্রুভ করবেন, তখন সেটি সবাই দেখতে পাবেন।



    ধন্যবাদ।

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad