কবিতা।। হার মানা হার।।সোনালী বসু।।
কোন সূদূরে আছ তুমি ওগো প্রাণের সখা
জন্ম জন্মান্তরে হৃদয়ে তোমার ছবি আঁকা!
বাজাও তোমার বাঁশি হৃদয় যমুনার কূলে
তোমার প্রেমের সুর শুনি প্রতি পলে পলে।
তুমি তো জানোনা সখা তোমার বাঁশির সুরে
মন আমার রাখতে পারিনা নিজের ঘরে ;
তোমার করুণ ভৈরবীর সুর শুনি কানে
আমার হৃদয় বিণা বাজে সে বিরহ গানে!
তুমি সন্ধ্যা প্রদীপ বৃষ্টি ভেজা শ্রাবণ সাঁঝে
জ্বালো তোমার আলো অন্ধকার হৃদয় মাঝে
ধূপ হয়ে জ্বলব আমি নিজেকে করে ক্ষয়
পরাজয় মেনেছি গো প্রেমের হোক জয়।
আকাশ ঢাকা মেঘে বহিছে শ্রাবণ হাওয়া
দুই পারে দুজনে বিরহের গান গাওয়া!
তোমাকে স্মরিয়া মন বসে না কো কাজে
তোমার ভালোবাসার শঙ্খ ধ্বনি মনে বাজে।
নিজেকে ভোলায় ওগো তোমার প্রেমের গীতি
গোপন ব্যথার সুরে মম চিত্ত ওঠে মাতি;
তুমি আমার সুর্য সখা আমি সুর্যমুখী
দূর থেকে ভালোবেসে হব আমি সুখী।
তুমি হাসি আমি কান্না হয়ে ভালোবেসে যাব
সুখে-দুঃখে পাশাপাশি চিরদিন এক রব!
একই সুরে বাঁধা রবে দুটি বিণার তার
পরাব তব গলে প্রেমের হার মানা হার!!


good
ReplyDeletebest of luck
ReplyDeletebest of luck
ReplyDelete