কবিতা।। মুখে নয় কাজে।। রতন বসাক।।
ধনে উঁচু নিচু ভুলে সবে মিলে দেখো,
এক সাথে রবে সদা বাধা গুলো এলে
মিলেমিশে কর্ম করে সফলতা মেলে ।
ভালবেসে দেশে থাকো প্রেম ভাব নিয়ে
ফাঁকি ছেড়ে কাজ করো পুরো মন দিয়ে,
কেউ যদি মন্দ কাজ করে জেনে বুঝে
দেশ থেকে বের করে দাও তারে খুঁজে ।
ভুল কভু হতে পারে করা কোনো কাজে
তার তরে নিজ মনে ভেবো নাতো বাজে,
মেনে নিয়ে ভুলটাকে আগে করো ঠিক
করে গেলে মন থেকে পেয়ে যাবে দিক ।
ধর্ম কর্ম করো মিলে হিংসা সব ভুলে
পাশে থেকে ভালবেসে বাঁচো মন খুলে,
ক’দিন পরেই ডাক এসে যাবে তাঁর
তবু কেনো মুখটাকে করে রাখো ভার ?
চলো যাই দেশ গড়ি থাকি আরো সুখে
কাজ করে বলো তবে নয় শুধু মুখে ।
পিছে কেনো থাকো ভাই এসো ভালবেসে
মনে যদি জোর থাকে জিত পাবো শেষে ।
RATAN BASAK,
No. 2 , BANKIMNAGAR,
P.O. – AUTHPUR,
Dist. 24 PARGANAS ( N ),
WEST BENGAL – 743128.
( INDIA )
(Mob. No. 9830399737)
(E.Mail – ratan267@rediffmail.com)


No comments